নেট অফ করুক আর যাই অফ করুক, পদত্যাগ পর্যন্ত বাংলাদেশ পুনর্জন্মের অভ্যুত্থান চলবে ৷
আগামীকালের কর্মসূচী:
★৫ই অগাস্ট (সোমবার) ” লংমার্চ টু ঢাকা ” সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান। জমায়েত: শাহবাগ দুপুর ২টা "ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা" সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন।
যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

No comments:
Post a Comment