আগামীকাল সকাল ৯ টার মধ্যে রাস্তা দখলে নিতে হবে। তাহলে ঢাকার বাইরের সকল জনতার জন্য এসেই যোগ দিতে সুবিধা হবে। অন্যথায় ঢাকার বাইরের জনতা হুট করে খালি ময়দানে এসে বিপদে পড়তে পারে।
ভাইয়েরা আজকের মতো ঘুমিয়ে পড়তে অনুরোধ করবো। রেস্টের দরকার আছে। আমরা জানিনা আগামীকালের পর আমরা ঘুমাতে পারবো কিনা , কিংবা আদৌ চিরতরে ঘুমিয়ে পড়ি কিনা।
সবাই একে অপরকে ক্ষমা করে দিয়েন। কখনো আপনাদের মনে আঘাত দিয়ে থাকলে আমাদের পুশাব টিমকেও ক্ষমা করুন। শহীদের মিছিলে হয়তো দেখা হলে পরিচয় দিবো। বেঁচে থাকলে আজীবন যেন নিঃস্বার্থে ন্যায়ের জন্য লড়ে যেতে পারি সেই পার্থনাটুকু চাই ।
Asif Mahmud
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
—Team PUSAB

No comments:
Post a Comment