প্রিয় দেশবাসী,
আমরা আজ গণ অবস্থান করতে চেয়েছিলাম। কিন্তু আজই ছাত্রজনতার মহা অভ্যুত্থান হবে। সারাদেশের মানুষ রাজপথে নেমেছে। আপনারা সবাই রেডি? ইতিমধ্যেই সারাদেশে অলিগলিতে সাধারণ জনতা পাহারা বসিয়েছে। প্রিয় দেশবাসী আপনারা সবাই নেমে আসুন।
মা,বোন,শিক্ষক,ছাত্র,দিনমজুর, কর্মকর্তা-কর্মচারী, কেউ ঘরে বসে থাকবেন না। আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়ো ছাত্র-শিক্ষক-জনতার অভ্যুত্থান হবে। আমাদের দাবি এখন একটাই পদত্যাগ। আমরা এই রাষ্ট্র সংস্কার করবো, সুতরাং শিক্ষার্থীদের আন্দোলন মনে করে বাসায় বসে থাকবেন না। আপনাদের কেউ কিছু বলবে না, বাধা এলেই গণপ্রতিরোধ গড়তে হবে। এই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে কিছু আগাছা পরিষ্কার করতে হলে আপনারা তাও করুন। আপনারা এখনই নেমে আসুন।
গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী,
সমন্বয়ক,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

No comments:
Post a Comment