ইন্টারনেট ব্যাহত হওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সকল ব্যর্থতার দায় তাঁর।
জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন পলক। আজ শুক্রবার সিংড়ায় পলকের নিজ বাসভবনে এই মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলক বলেন, ‘শেখ হাসিনা আমাকে তিনবার সংসদে নিয়েছেন। আমাকে চলনবিল থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে জননেত্রী শেখ হাসিনা যদি কোনো শাস্তি অথবা আমাকে যেকোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নেব।’
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকে তাহলে আমি করজোড়ে, প্রকাশ্যে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া—এই সকল কিছুর দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি।’
About Futurepress24
No comments:
Post a Comment