মহাসড়কে প্রজেক্টর বসিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে পুলিশের গুলিতে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ভিডিও দেখানো হলো। এতে লালমনিহাট জেলা শহর ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে জড়ো হয়ে প্রজেক্টরে মর্মান্তিক এসব দৃশ্য দেখেন সাধারণ শিক্ষার্থীরা।
দেখা গেছে, শিক্ষার্থীরা কালেক্টরেট মাঠে জোরো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিশন মোড়ে যায়। সেখানে বড় পর্দা বসিয়ে সারাদেশে পুলিশের গুলিতে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ভিডিও দেখানো হয়। ভিডিও প্রদর্শনের আগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
অনেকেই মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগানও দেয়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী ও লালমনিরহাট-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, আজ শুক্রবার দুপুরের পরে মিশন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের আজ বাধা দেয়নি। বিগত দিনের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশি।
No comments:
Post a Comment