দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এ সময় বিভিন্ন স্থানে সঙ্ঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আমাদের হাতে আসা শেষ খবর পর্যন্ত অন্তত ১০২ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ সিরাজগঞ্জে ২৩ জন, ফেনীতে ৮ জন, লক্ষীপুরে ৮ জন, নরসিংদীতে ৬ জন, ঢাকায় ১১ জন, কিশোরগঞ্জে ৫ জন, মুন্সীগঞ্জে ৪ জন, বগুড়ায় ৫ জন, পাবনায় ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, শেরপুরে ৩ জন, সিলেটে ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, হবিগঞ্জ ১ জন, জয়পুরহাট ১ জন, কক্সবাজারে ১, বরিশালে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে নয়া দিগন্তের প্রতিনিধিদের পাঠানো সংবাদ তুলে ধরা হচ্ছে,
সিরাজগঞ্জের থানা হামলায় ২৩ জন নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১৩ পুলিশসহ ২৩ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ফেনীতে নিহত ৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সমর্থনে নামা আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে। এতে আটজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অর্ধশতাধিক।

No comments:
Post a Comment