রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশ করছেন।
আজ রোববার বেলা ১২টার দিকে গিয়ে দেখা যায়, সমাবেশে কয়েক শ মানুষের উপস্থিত রয়েছে। সমাবেশের কারণে সড়ক বন্ধ থাকায় যানবাহন অন্য রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল।বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেতারা সমাবেশে ভাষণ দিচ্ছিলেন।
আওয়ামী লীগ গতকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট যাঁরা নিহত হয়েছেন এবং সাম্প্রতিক সহিংসতায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্মরণে সোমবার বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।রাজধানীর ধানমন্ডিতে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

No comments:
Post a Comment