রস্বতী পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে ঘুরতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরল তিন বন্ধু। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দাগনভূঁঞার বেকের বাজারে উত্তর আলীপুর স’মিলের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই নিহত হন অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী থেকে পূজা দেখতে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনীর উদ্দেশে বাইকে করে রওয়ানা দেয়। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীর দিকে ফেরার পথে বেকের বাজারে দ্রুতগতিতে আসা একটি ফোরভি বাইক নিয়ন্ত্রণ হারায় ও পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়।এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে এ সময় তাদের সঙ্গে থাকা বন্ধুরা আরেকটি মোটরসাইকেলে করে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহত তিন বন্ধুর মধ্যে নোয়াখালী উপজেলার দুজন, কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মনোরঞ্জনের ছেলে দেবু (২২) ও কৃষ্ণঘোষের ছেলে অন্তর ঘোষ (২২) ও অপরজন চৌমুহনী আলীপুরের কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩)।

No comments:
Post a Comment