ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক নারী দগ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধায় দোলন হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ইউনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে ওই ইউনিটের ফ্রিজসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে।
ঘটনার সময় ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল বলেও জানান স্থানীয়রা।
এদিকে আরও জানা গেছে, প্রায় ৪-৫ বছর আগে সালমা বেগম ও সামছুন্নাহার বেগম নামের দুই বোন ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করতেন। তারা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আরধীপাড়া কানাইপাড়া গ্রামের সামসুদ্দিনের মেয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় মারা যাওয়া নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দগ্ধ হয়ে নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে।
জুনাইদ
No comments:
Post a Comment