দীর্ঘ অপেক্ষার পর অবশেষে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন আলেকসান্দার ইসাক। টানা তিন ম্যাচের হার ভুলে আর্নে স্লটের শিষ্যরা ফিরেছে জয়ের পথে। রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলের জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
ম্যাচের শুরুতে ছন্নছাড়া খেলায় ভুগলেও ধীরে ধীরে তাল খুঁজে পায় লিভারপুল। ২১তম মিনিটে কাছ থেকে গোল করতে ব্যর্থ হন ইসাক। ৩৯তম মিনিটেও সুযোগ নষ্ট করেন ফ্লোরিয়ান ভিয়েৎস। তবে ঠিক এক ঘণ্টা অপেক্ষার পর ৬০তম মিনিটে নিজের প্রথম প্রিমিয়ার লিগ গোলটি করে দলকে এগিয়ে নেন ইসাক। কোডি হাকপোর কাটব্যাক থেকে প্রথম ছোঁয়ায় নেওয়া দারুণ শটটি পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
গত সেপ্টেম্বরে সাড়ে ১২ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া ইসাকের এটি লিভারপুলের হয়ে প্রথম প্রিমিয়ার লিগ গোল।
শেষ মুহূর্তে আরও বিপদে পড়ে ওয়েস্ট হ্যাম। মাঝমাঠে ফাউল নিয়ে রেফারির সঙ্গে লাগাতার তর্কে ৮১তম মিনিটে লুকাস পাকেতা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে শেষ করতে হয় ম্যাচ।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জো গোমেজের পাস বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি হাকপো, নিশ্চিত করেন লিভারপুলের জয়।
১৩ ম্যাচে সপ্তম জয়ে লিভারপুলের পয়েন্ট এখন ২১, অবস্থান অষ্টম। অপরদিকে ১১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম রয়েছে ১৭তম স্থানে।
No comments:
Post a Comment