ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা চলতেই থাকে। এবার নতুন আলোচনায় এই অভিনেতা। মূলত ৭টি নতুন লুক নিয়ে হাজির হয়ে ভক্তদের চমক দিয়েছেন তিনি।
আর এবার অভিনেতার সেই লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি বিজ্ঞাপন ঘিরেই শুরু হইয়েছে এই আলোচনা। মাত্র এক মিনিটের মধ্যেই শাকিবকে দেখা গেছে ছয়টি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে, যা দেখে বিস্মিত ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি নতুন টিভিসিতে কাজ করেছেন শাকিব খান। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দেশের আলোচিত পরিচালক আদনান আল রাজীব। পুরো বিজ্ঞাপনচিত্রটির দৈর্ঘ্য ১ মিনিট ৩০ সেকেন্ড হলেও তার মধ্যে মাত্র এক মিনিটেই দেখানো হয়েছে সুপারস্টারের ছয়টি আলাদা রূপ। এই ছয় লুকের প্রতিটিই ছিল আলাদা প্রেক্ষাপট, আলাদা চরিত্র ও আলাদা ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
বিজ্ঞাপনের সব লুকের কস্টিউম ডিজাইন করেছেন ডিজাইনার সাফিয়া সাথী। এই ডিজাইনার নিজেই তার ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানান, কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং কারণ শাকিব খানের মতো সুপারস্টারের ছয়টি আলাদা লুক তৈরি করা সহজ নয়। তার ওপর ওয়েডিং সিজনের ব্যস্ততার মধ্যে মাত্র পাঁচ দিনের প্রস্তুতিতেই সম্পন্ন করতে হয়েছে পুরো কস্টিউম পরিকল্পনা।
শুটিং সেটের ক্যাজুয়াল-ফর্মাল লুক : মরচে কমলা রঙের জ্যাকেট, সাদা টি-শার্ট, মিলিয়ে সাদা প্যান্ট ও স্নিকার্স এই লুকে শুটিং সেটের একজন স্টাইলিশ অভিনেতা হিসেবেই দেখা যায় তাকে। নতুন সিনেমার জন্য রাখা গোঁফ লুকটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
বিমানের আকর্ষণীয় ক্যাপ্টেন : নেভি ব্লু স্যুটে সোনালি ডিটেইলিং, সাদা শার্ট, ক্যাপ এবং সানগ্লাস এই লুকে শাকিব খান একজন ক্যাপ্টেন। বিলাসী অথচ শৈল্পিক এই লুকটি নেটিজেনদের বিশেষভাবে দৃষ্টি কেড়েছে।
তীর-ধনুক হাতে দক্ষ শ্যুটার : জার্সি, ট্র্যাক প্যান্ট এবং স্নিকার্স পরে শ্যুটিং গ্রাউন্ডে হাজির শাকিব। তার গেটআপ ও অ্যাটিটিউডে স্পোর্টস পারসোনার বিশ্বাসযোগ্যতা স্পষ্ট।
স্মার্ট টকশো হোস্ট : কালো শার্ট ও ব্রাউন স্যুটের সমন্বয়ে তৈরি এই লুকে শাকিবকে আরও পরিণত, আত্মবিশ্বাসী এবং স্টাইলিশ মনে হয়েছে। বিশেষ মনোযোগ কেড়েছে তার চুলের স্টাইল।
বৃদ্ধ কাজির লুক : এই ছিল বিজ্ঞাপনের সবচেয়ে আলোচিত রূপ। সাদা দাড়ি, মিলিয়ে পাগড়ি ও সোনালি কারুকাজ করা শেরওয়ানি এই লুকে শাকিব যেন সম্পূর্ণ রূপান্তরিত। অনেকেই প্রথমে চিনতেই পারেননি তিনি কে।
আইনস্টাইনের লুকে শাকিব :আইনস্টাইন- অনুপ্রাণিত শিক্ষকের রূপে এরপর পর্দায় হাজির হন শাকিব খান। ধূসর রঙের স্যুটের সঙ্গে সাদা শার্ট ও কালো টাই—পুরো সাজেই ফুটে উঠেছে এক শান্ত, জ্ঞানী শিক্ষকের ভাব। আর তার বিশেষ হেয়ারস্টাইল স্পষ্ট করে জানিয়ে দেয়, এই লুকের পেছনে কিংবদন্তি বিজ্ঞানীর ছোঁয়া রয়েছে।
ফাইনাল লুকে মেগাস্টার শাকিব : শেষ লুকে তিনি যেন তার নিজেরই আরও গ্ল্যামারাস সংস্করণ। কালো ব্লেজারে উড রুট ব্যবহার এবং আন্ডারওয়াটার থিমের হাতে করা বিডসওয়ার্ক সব মিলিয়ে ছিল এক অপরূপ আর্টওয়ার্ক। ডিজাইনার সাফিয়া সাথী জানান, এই লুকটি তৈরি করতে বিশেষ যত্ন নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সব লুক নিয়েই অভিনেতার ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’-এর কোনও লুক। তবে একে একে তার ৬টি লুক সামনে আসতেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যায়। মাত্র ১ মিনিট ৩০ সেকেন্ডে চমৎকার সব লুকের সনবগে মানিয়ে গিয়ে অভিনেতার ভক্তদের প্রশংসা পাচ্ছেন।
গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। আগামী ঈদে মুক্তির লক্ষ্যেই এগিয়ে যাবে কাজ।
বর্তমানে শাকিব ব্যস্ত আছেন ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এটি বানাচ্ছেন সাকিব ফাহাদ। এই নির্মাতারও এটি প্রথম সিনেমা। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সোলজার।
এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সোলজারের শুটিং শেষ করে শাকিব শুরু করবেন প্রিন্স সিনেমার শুটিং।
No comments:
Post a Comment