ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)-র শাহাদাতে দেশব্যাপী বড় ধরনের প্রতিবাদী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া এবং সারা দেশে একযোগে ‘কফিন মিছিল’ পালন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক শোকবার্তায় এই কর্মসূচির কথা নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।” তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে এই বিপ্লবী যোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এক অগ্রসেনানী। তাঁর এই ত্যাগের প্রতি সম্মান জানিয়েই জুমার নামাজের পর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। একই সাথে ‘কফিন মিছিল’ সফল করতে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগ চলাকালে বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে ও বিদেশে কয়েক দফা জটিল অস্ত্রোপচার শেষে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
তার মৃত্যুতে ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
ওসমান হাদির অকাল প্রয়াণে পুরো রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন চরম ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment