বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার– ১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন।
তিনি বলেন, আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
বুধবার দুপুরে জন্মস্থান পেকুয়া বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে টৈটংয়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি।
এ দেশের ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শীর্ষ নেতা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন উল্লেখ করে তিনি বলেন, আশা করি আগামী দিনে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।
টৈটং পথসভা শেষে তিনি পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে রাজাখালী মগনামা ও উজানটিয়া ইউনিয়নে যোগ দেন এবং সকলের কাছে ধানের শীষে ভোট চান।
সালাহউদ্দিন আহমদে প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ায় নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
বুধবার সকালে মা-বাবার কবর জিয়ারত পরবর্তী পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন। মঙ্গলবার সারাদিন চকরিয়ার তিনটি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।
No comments:
Post a Comment