ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে এই প্রথমবার ইউরোপীয়ান কোনো দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজারবাইজানের বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত গোল করেছেন মারিয়া মান্দা।
মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ৩৪ মিনিটে গোল করেন মারিয়া মান্দা।
এক গোলে পিছিয়ে থাকার পর স্বপ্না রানীর করা কর্নার আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা ফিস্ট করে ফিরিয়ে দিলেও ফিরতি শটে দুর্দান্ত এক গোল করেন মারিয়া মান্দা। সেই গোলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
এর আগে আজারবাইজানের মেয়েরা লিড নিয়ে নেয় ১৯ মিনিটে। গোলটি করেন আজারবাইজানের অধিনায়ক জাফারজাদ।
ভিডিও দেখতে ক্লিক করুন
সূত্র : বিডি-প্রতিদিন
No comments:
Post a Comment