আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে এরই মধ্যে রাজপথে বিক্ষোভ শুরু করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন সড়কে সমর্থকদের নিয়ে মিছিল করতে দেখা যায়।
যেখানে আসিফ মাহমুদকে স্লোগান দিতেও দেখা যায়। তিনি বলেন, ‘লাগছে গু’লি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’।
এর আগে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদির ওপর গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।
No comments:
Post a Comment