বাহরাইনে ১ ডিসেম্বর ভোরে হালকা মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোরে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, ভূমিকম্পটি ভোর ৩টা ৫৮ মিনিটে রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ৮ কিলোমিটার।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি বাহরাইনের বিভিন্ন এলাকায় অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এনসিএম নিশ্চিত করেছে, ভূমিকম্পের কোনো প্রভাব সংযুক্ত আরব আমিরাতে পড়েনি। দেশটির কোথাও কম্পন অনুভূত হয়নি। ফলে আমিরাতের জনগণ নিরাপদ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হালকা মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতি করে না। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল যদি জনবসতিপূর্ণ এলাকায় হয়, তাহলে আতঙ্ক সৃষ্টি হয়। বাহরাইনে সোমবারের ভূমিকম্পও তেমনই একটি ঘটনা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ছোটখাটো ভূমিকম্পের ঘটনা বেড়েছে। এর আগে নভেম্বর মাসে বাহরাইনের কাছাকাছি এলাকায় কয়েকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। তবে সেগুলোর মাত্রাও ছিল কম এবং বড় কোনো ক্ষতি হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছিল। তবে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম চালানোর প্রয়োজন হয়নি। জনগণকে শান্ত থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে।
No comments:
Post a Comment