কুইন্টন ডি ককের দৃষ্টিনন্দন সেঞ্চুরির পরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশাখাপাটনামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা থেমেছে ২৭০ রানে।
ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অবশেষে টস জয়ের সৌভাগ্যের দেখা পেলে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়াদের। দলীয় ১ রানেই সফরকারী দল হারিয়ে ফেলে রিয়ান রিকেলটনকে। তবে ১১৩ রানের দারুণ জুটিতে দলকে ম্যাচে ফেরান টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। অধিনায়ক বাভুমা ৬৭ বলে ৪৮ রান করে বিদায় নিলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে। এরপর ম্যাথু ব্রিজকে ২৪, ডিওয়াল্ড ব্রেভিস ২৯ রান করলে তাদের সঙ্গ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন ডি কক।
ঝড়ো সেঞ্চুরির দিনে ৮৯ বলে তিনি করেন ১০৬ রান, হাঁকান আটটি চার ও ছয়টি ছক্কা। এছাড়া ২৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কেশব মহারাজ। ৪৭.৫ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
ভারতের পক্ষে প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব দুজনই পেয়েছেন চারটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজা।
সূত্র : বিডি প্রতিদিন
No comments:
Post a Comment