ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার বেলা ২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
রাত ১০টার দিকে আজকের মতো কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহারের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে চার দফা দাবি এবং আগামীকালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
ঘোষিত চার দফা দাবিগুলো হলো
১. হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং সহায়তাকারী ব্যক্তিদের আগামী ২৪ দিনের মধ্যে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
২. বাংলাদেশে বর্তমানে কর্মরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্কার্স পারমিট বা কর্মানুমতি বাতিল করতে হবে।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা গুম-খুনের সঙ্গে জড়িত থেকে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত এতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত যেসব কর্মকর্তা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং যেসব আওয়ামী লীগ নেতা-কর্মী এখনো আত্মগোপনে থেকে প্রভাব বিস্তার করছেন, তাদের অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে ‘বিশাল অবস্থান কর্মসূচি’ পালন করা হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ থেকে তারা সরবেন না। উল্লেখ্য, এই অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment