রাশিয়ার আগ্রাসন বন্ধে শান্তিচুক্তি সই হলে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে প্রস্তুত করা একটি সর্বশেষ খসড়া পরিকল্পনায় এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, ওই নথিতে শান্তিচুক্তি কার্যকর হওয়ার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার ওপর জোর দেওয়া হয়েছে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, চুক্তির একটি ধারায় বলা হয়েছে—শান্তিচুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পর ইউক্রেনে সামরিক আইন জারি করা হয়। সে কারণে এখন পর্যন্ত দেশটিতে কোনো নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। এর আগে জেলেনস্কি একাধিকবার বলেছেন, যুদ্ধ চলাকালে সুষ্ঠু নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়।
সাম্প্রতিক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধের অবসান ঘটলে দেশটি দ্রুত গণতান্ত্রিক স্বাভাবিকতায় ফিরতে প্রস্তুত থাকবে।
MH
No comments:
Post a Comment