জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এক ব্যতিক্রমী আবেদন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মামলার বিচারকাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের জন্য ট্রাইব্যুনালের কাছে আর্জি জানিয়েছেন সাবেক এই তথ্যমন্ত্রী।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে ইনুর পক্ষে এই আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
আদালত আবেদনটি শুনে তা পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ষষ্ঠ দিনের মতো সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এদিন প্রসিকিউশনের পক্ষে পঞ্চম সাক্ষী ও জব্দতালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন। মামলায় প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ শুনানি পরিচালনা করেন।
উল্লেখ্য, এই মামলায় ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে; যার ধারাবাহিকতায় ইতিপূর্বে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তারাও সাক্ষ্য দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা হিসেবে ইনুকে অভিযুক্ত করা হয়েছে। ওই সহিংসতায় শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীসহ মোট ছয়জন নিহত হন।
প্রথম সাক্ষী রাইসুল হক ট্রাইব্যুনালে জানিয়েছিলেন, ইনুর নির্দেশেই সেখানে নির্বিচার গুলি চালানো হয়েছিল। গত ২ নভেম্বর আটটি সুনির্দিষ্ট অভিযোগে ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment