রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পর থেকেই মূল্য কমার প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, আমদানির কারণে কৃষকের ক্ষতি হবে এমন ধারণা সঠিক নয়। সরকারের দায়িত্ব হলো উৎপাদক ও ভোক্তার স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা, এবং সে লক্ষ্যেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।
আলুর বাজার পরিস্থিতির বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, এ বছর আলু চাষিরা লোকসানের মুখে পড়েছেন। তাদের সহায়তার জন্য ভর্তুকি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে দেশের আলুর জাত উন্নত না হওয়ায় আন্তর্জাতিক বাজারে রফতানি বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সারের ব্যবহারে নিয়ন্ত্রণ আনার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন। তার ভাষায়, মৎস্য খাতসহ অনেক ক্ষেত্রেই অতিরিক্ত সার ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন খাতে সারের ব্যবহার কমিয়ে আনতে হবে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment