ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
শুক্রবার ভারতের লোকসভার কংগ্রেস এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর এই আগ্রহের কথা জানান। তিনি বর্তমান সংকট অত্যন্ত সতর্কতার সাথে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সম্প্রতি ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিরসনে এই সরাসরি সংলাপের ওপর জোর দিচ্ছেন থারুর।
চলমান অস্থিরতায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারকে উভয় দেশের মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করা প্রয়োজন। ভিসা সেন্টার অভিমুখী বিক্ষোভের কারণে সাধারণ বাংলাদেশিদের ভোগান্তি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।
এর আগে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি উল্লেখ করেছিল যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য ১৯৭১ সালের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ। কমিটি আশঙ্কা প্রকাশ করেছে, কোনো কৌশলগত ভুল হলে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এই সংকট উত্তরণে ভারত সরকারকে একাধিক সুপারিশও প্রদান করেছে কমিটি।
ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি দাবি করেছে যে, তাঁকে (শেখ হাসিনা) কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, তিনি নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন যা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে। এই জটিল কূটনৈতিক পরিস্থিতিতে শশী থারুরের এই সরাসরি আলোচনার প্রস্তাবকে সম্পর্কের বরফ গলানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment