ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের খবরে বিক্ষুব্ধ জনতা রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় অবস্থিত দুই শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরবর্তীতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে আগুন দেওয়ার পর ভেতরে অনেক সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।
ভবনটিতে আটকে পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আতঙ্কের কথা জানিয়ে লেখেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি।”
প্রতিষ্ঠানটির অন্য সাংবাদিকরা জানিয়েছেন, ধোঁয়া ও আগুনের কারণে আত্মরক্ষার্থে কর্মীরা ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন।
এর আগে রাত ১২টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের দিক থেকে আসা একটি মিছিল থেকে প্রথম আলো ও ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করে নিচে ফেলে দেয় এবং ভবনের সামনে অগ্নিসংযোগ করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক শ লোক একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন বলে জানান। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ওসমান হাদিকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীরা সংবাদমাধ্যম দুটির বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment