বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায়।
কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণ করার কথা রয়েছে।
আসাদুর রহমান আসাদ বলেন, “কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। আগামীকাল শনিবার বিকেলে এটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।” এটি খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাবে বলে কাতারে দূতাবাসের মিডিয়া কর্মকর্তা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে সরাসরি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব না হওয়ায় কাতার কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা হিসেবে এখন জার্মানভিত্তিক একটি বেসরকারি বিমান ভাড়া করে পাঠাচ্ছে।
গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment