বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন। দীর্ঘ সময় পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক পর বন্দরনগরীতে পা রাখবেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, ১৮ জানুয়ারি সকালে তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার যাবেন। সেখানে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নিহত নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ওয়াসিম আকরাম ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত হন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।
কক্সবাজার সফর শেষে সড়কপথে চট্টগ্রামে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হবে।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, দোয়া মাহফিলটি পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ। বিকেলের কোনো এক সময় তারেক রহমান সেখানে উপস্থিত হবেন। কক্সবাজার থেকে চট্টগ্রাম সড়কপথে পৌঁছাতে আনুমানিক তিন ঘণ্টা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
১৮ জানুয়ারি রাতটি তারেক রহমান চট্টগ্রামেই অবস্থান করবেন। তবে তিনি কোথায় অবস্থান করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া ১৯ জানুয়ারির কোনো কর্মসূচির বিষয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কিছু জানানো হয়নি।
নাজিমুর রহমান আরও বলেন, সফর ঘিরে দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বশেষ ২০০৫ সালে সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। সেই হিসাবে দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় পর তিনি আবার চট্টগ্রাম সফরে আসছেন।
এ সফরে তারেক রহমানের সঙ্গে কারা থাকবেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি নগর বিএনপির নেতারা।
উল্লেখ্য, তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। পরবর্তীতে ওই সার্কিট হাউসকে জাদুঘরে রূপান্তর করে ‘রাষ্ট্রপতি বীরউত্তম জিয়াউর রহমান স্মৃতি জাদুঘর’ নামকরণ করা হয়। সেখানে জিয়াউর রহমানের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।
No comments:
Post a Comment