বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোট গণনায় দেরি হলে জনগণ মেনে নেবে না। কারণ, বাংলাদেশের মানুষ জানে ভোট গণনা করতে কত সময় লাগে। যদি ভোট গণনায় বেশি সময় নেয় তবে বুঝতে হবে খারাপ উদ্দেশ্য রয়েছে। এটা জনগণ মানবে না, এজেন্টরা মানবে না। এটা গ্রহণযোগ্য নয়। ভোট বিএনপি নতুন করছে না। সুতরাং এসব কথা বলে মানুষকে বিভ্রান্তি করার সুযোগ নেই।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে পাইকশা বাজারে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাঠে জামায়াতের হালে পানি নেই বলে তারা বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ করছে। নির্বাচন বিধি জামায়াতই লঙ্ঘন করছে। তারা মসজিদ ও ইসলামি জলসাকে নির্বাচনী কাজে ব্যবহার করছে। এগুলো সবই নির্বাচনী বিধির বাইরে। কিন্তু আমরা অভিযোগ দেইনি। আমরা নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছি।
নির্বাচনী জনসভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ কায়েস, বিএনপি নেতা একাব্বর আলী, শ্রমিকদল নেতা আনোয়ার হোসেনসহ বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment