জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি এবং ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে দেশ পরিচালনা করবে। তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না এবং বিভেদ সৃষ্টিকারীরা জাতির ‘দুশমন’ হিসেবে চিহ্নিত হবে।
শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা পায়, তাদেরই বেছে নেবে। আমরা এখন থেকেই জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর প্রস্তুতি নিচ্ছি। যদি জনগণ আমাদের নির্বাচিত করে, আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাব একসাথে দেশ গড়তে।’
তিনি আরও বলেন, কিছু দল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে, তবে জামায়াত ছাড়া। এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘জনগণ যদি আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, আমরা কাউকেই বাদ দেব না। বিএনপি-জামায়াত সবাইকে নিয়ে আমরা ঐক্যের সরকার গড়ব। জাতিকে বিভক্ত করার রাজনীতি আর চলতে দেওয়া হবে না।’
দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা স্বীকার করি, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। চাঁদাবাজি করার অভিজ্ঞতা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস কায়েম করার অভিজ্ঞতা নেই। সর্বস্তরে দুর্নীতিতে ডুবে থাকার অভিজ্ঞতা আমাদের নেই।’
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে ‘ফ্যাসি’ রূপে টিকে আছে। দুর্নীতি, দখলদারী, চাঁদাবাজি এবং নারী নির্যাতনকে ফ্যাসিবাদের পাঁচটি লক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো এখনো বিদ্যমান। জনগণ এগুলোর বিচার দেখতে চায়।
পুরোনো রাজনৈতিক ধারা পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সরকারের প্রতিটি ব্যক্তি আগে জনগণের স্বার্থে চিন্তা করবে। যে সরকার প্রতারণা করবে না, দুর্নীতিতে জড়াবে না, সেই সরকারই দেশকে বদলে দেবে।
স্বাধীনতার পর মানুষ প্রত্যাশিত সুফল পায়নি দাবি করে তিনি প্রশ্ন তোলেন, ‘মাটির নিচে বিপুল খনিজসম্পদ, সমুদ্রসীমায় অমূল্য সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন?’
নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। আমরা দেশের ভেতরে মহাজির ছিলাম। জেল খেটেছি, জীবন দিয়েছি, তবু দেশ ছেড়ে যাইনি। কারণ এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি।’
No comments:
Post a Comment