সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন বর্বরোচিত হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ‘ইমাম আলী বিন আবি তালিব’ মসজিদে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, হামলাটি আত্মঘাতী নাকি আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত মসজিদটি মূলত আলাউইত সম্প্রদায়ের মানুষের। এর ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন করে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক সময়ে সিরিয়ায় কট্টরপন্থী গোষ্ঠী আইএসআইএল (আইএস)-এর তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আজকের এই হামলার ঠিক আগেই আলেপ্পোর নিকটবর্তী এলাকায় সরকারি বাহিনীর অভিযানে তিন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার হয়েছিল।
গত কয়েক সপ্তাহে দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা সিরিয়াকে আবারও চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র আইএসের আস্তানায় বিমান হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই হোমসের পবিত্র মসজিদে এই হামলা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলল। এই নাশকতার পেছনে আইএসের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়ে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment