ঢাকা-১০ আসনের পর এবার নিজ জেলা কুমিল্লার মুরাদনগর (কুমিল্লা-৩) আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত বুধবার আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লার সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের এক এনসিপি কর্মী মনোনয়নপত্রটি কেনেন। বিষয়টি শুরুতে গোপন থাকলেও শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, আসিফ মাহমুদ নিজেই তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি পাঠিয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকে নির্বাচন করবেন বলেই স্থানীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন।
সংগৃহীত মনোনয়নপত্রে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর গ্রাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ধানমন্ডি এলাকার ভোটার হয়েছেন এবং সেখানে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এখন কুমিল্লা-৩ আসন থেকেও তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment