| File Photo |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের প্রতিবাদে রাজধানীর শাহবাগে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জনসমুদ্র সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশে জুমার নামাজের পর এক ঐতিহাসিক ঘোষণা আসে। আন্দোলনরত ছাত্র-জনতা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেন। হাদির মরদেহ দেশে না পৌঁছানো পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে শুরু হয় আধিপত্যবাদবিরোধী বিশাল সমাবেশ। মৎস্য ভবনমুখী সড়কে একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ বানিয়ে প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন ডাকসু নেতৃবৃন্দ।
এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ এবং ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’-এর মতো উত্তাল স্লোগান শোনা যায়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে ঘাতকদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
সমাবেশ থেকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “আমাদের ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই চত্বর ছাড়ব না। আমাদের এই অবরোধ ও অবস্থান কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।”
এ সময় ডাকসু নেতা এবি জুবায়ের বলেন, শহীদ ওসমান হাদি মেধা ও মনন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। তিনি কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগ শেষে ফেরার পথে বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ শাহবাগের এই উত্তাল কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। জুলাই ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে শাহবাগের প্রতিটি অলিগলি এখন হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী মানুষের দখলে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment