আদর্শিক লড়াই আর সাধারণ মানুষের কণ্ঠস্বর হওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)। তবে ঘাতকের একটি বুলেট থামিয়ে দিয়েছে তার সব অগ্রযাত্রা। দেশি-বিদেশি হাসপাতালে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে নিথর দেহে লাল-সবুজের কফিনে বন্দি হয়ে প্রিয় বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার এই প্রয়াণ যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতির গল্প, তবে তিনি রেখে গেছেন সাহস ও প্রতিবাদের অবিনাশী প্রেরণা।
শুক্রবার দুপুরে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করা হয়। সেখানে তার পূর্বের একটি উক্তি উদ্ধৃত করে লেখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’
ঘাতকের গুলিতে বিদ্ধ হওয়ার আগেই জীবন ও মৃত্যু নিয়ে এমন নির্ভীক মন্তব্য করেছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এই নায়ক।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাদির মরদেহ আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহবাহী ফ্লাইটটি যাত্রা শুরু করেছে।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি অবতরণ করবে। শনিবার জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক ও দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লড়াকু নেতা।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment