দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।"
তিনি এই ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেন।
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন যে, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা। আলাপকালে তিনি সম্পাদকদের আশ্বস্ত করেন যে, সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। খুব শিগগিরই তিনি সম্পাদকদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলেও জানান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাতে একদল বিক্ষুব্ধ জনতা পত্রিকা দুটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভবনে আটকে পড়া কর্মীদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment