বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর দুঃখ ও অনুতাপ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, সাহায্য পৌঁছাতে দেরি হওয়ায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তিনি উল্লেখ করেন, সংবাদকর্মীদের আর্তনাদ সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে না পারা তাঁর জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল।
ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, “গতরাতে ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোনকল পেয়েছি। বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আমি গভীরভাবে দুঃখিত যে আমি আপনাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি।”
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত সহায়তা পাঠাতে তিনি যথাযথ ব্যক্তিদের কাছে অসংখ্যবার ফোন করেছেন, কিন্তু সেই সাহায্য সময়মতো পৌঁছাতে পারেনি।
শফিকুল আলম আরও জানান, ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সকল সংবাদকর্মী উদ্ধার হওয়ার এবং তারা নিরাপদে আছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে তিনি ঘুমাতে যান। তবে ততক্ষণে দেশের সংবাদপত্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ এক হামলার শিকার হয়েছে এই দুই প্রতিষ্ঠান। সাবেক সাংবাদিক হিসেবে এই দৃশ্য দেখা তাঁর জন্য ছিল অসহ্য যন্ত্রণার।
নিজের অনুভূতির কথা জানিয়ে প্রেস সচিব লিখেছেন, “আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি—আমি আন্তরিকভাবে দুঃখিত। লজ্জায় যদি আমি মাটির নিচে ঢুকে যেতে পারতাম, এখন আমার অনুভূতি ঠিক তেমনই।” উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যু পরবর্তী উত্তেজনার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment