জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দলটির বর্তমান রাজনৈতিক গতিপথ ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলের আদর্শিক অবস্থানের প্রতি তাঁর অবিচল আস্থা রয়েছে এবং তিনি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছেন না।
সামান্তা শারমিন তার পোস্টে উল্লেখ করেন, “আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন থেকে এনসিপির জোটবদ্ধ হওয়ার খবরটি তার কাছে অপ্রত্যাশিত ছিল, কারণ ইতিপূর্বে গণতান্ত্রিক সংস্কার জোটের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন।
পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছেন।”
তিনি মনে করেন, এনসিপি মূলত জুলাই বিপ্লবের চেতনা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছিল। জামায়াতের মতো দলের সঙ্গে জোট গঠন এনসিপির দীর্ঘদিনের আদর্শিক অবস্থানের পরিপন্থী এবং এর জন্য ভবিষ্যতে দলটিকে ‘কঠিন মূল্য’ দিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে এই জোট গঠনকে কেন্দ্র করে এনসিপিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং আজ তাসনুভা জাবীন পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে সামান্তা শারমিন পদত্যাগ না করলেও দলের একাংশের এই ‘বিচ্যুতি’র বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান ব্যক্ত করলেন।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment