বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যকে 'বাস্তবতাবিরোধী' ও 'উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যা দিয়ে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ-বিরোধী মনোভাব প্রচারের অপচেষ্টা চালানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করে জানায়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত নির্যাতন হিসেবে চিত্রিত করার মাধ্যমে সাধারণ ভারতীয়দের উত্তেজিত করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিশেষ করে রাজবাড়ীর পাংশায় অমৃত মণ্ডল নামে এক ব্যক্তি নিহতের ঘটনাকে ভারত সংখ্যালঘু নির্যাতনের চশমায় দেখছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তি মূলত একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে এবং তার মুসলিম সহযোগীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। সুতরাং এই অপরাধমূলক কর্মকাণ্ডকে সাম্প্রদায়িক রঙ দেওয়া তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর।
বাংলাদেশ সরকার ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
মুখপাত্র বলেন, এই ধরনের একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট বর্ণনা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং দুই দেশের পারস্পরিক বিশ্বাসের চেতনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। প্রতিটি দেশেরই দায়িত্ব নিজ নিজ সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়া এবং বাংলাদেশ সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment