সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার সরাসরি একটি রাজনৈতিক দলে যুক্ত হলেন। মো. তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দলে’ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় হিরো আলম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হিরো আলম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নয়, বরং দলীয় প্রতীকে লড়ার পরিকল্পনা থেকেই তার এই সিদ্ধান্ত।
তিনি বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বেশ কিছু দলের সঙ্গে আমার কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় সেগুলোতে যোগ দেইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে কয়েক দফা আলোচনার পর তাঁর দলেই যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, আজ সন্ধ্যায় তারেক রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে এই দলের পক্ষ থেকেই তিনি প্রার্থী হবেন। এই যোগদান ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে আজ রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন হিরো আলম।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment