আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।
শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে মার্কা যা-ই হোক না কেন, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অধিকাংশ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হলেও সরাইল-আশুগঞ্জের মানুষ এখনও তাদের প্রার্থীর নাম না জানায় এলাকাটি অভিভাবকহীনতায় ভুগছে।
নিজের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে জনগণের অধিকার আদায়ে তাঁর ভূমিকা সবার জানা। মূলত তাঁর বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন এবং সরাইল ও আশুগঞ্জকে 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
আগামী ২০২৬ সালে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে তিনি সরকারের প্রতি দুটি দাবি জানান, প্রথমত, নির্বাচনের আগে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং দ্বিতীয়ত, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো দ্রুত আইনের আওতায় এনে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় দেশের ২৭২টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি। এমন পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে এই আসনে রুমিন ফারহানার ধারাবাহিক গণসংযোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment