জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করার সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
দাফন শেষে প্রিয় সহযোদ্ধার কবরে মাটি দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বিকেল সাড়ে ৩টার দিকে হাদিকে কবরে শায়িত করার পর হাসনাত আব্দুল্লাহ যখন মাটি দিচ্ছিলেন, তখন তিনি চরম আবেগপ্রবণ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বাকরুদ্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানোর শোকে তিনি এতটাই মুহ্যমান ছিলেন যে, এ সময় কারও সাথেই কথা বলতে পারছিলেন না।
এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সংসদ ভবন এলাকায় সমবেত হন। হাদির জানাজার নামাজে ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তাঁর মরদেহ বহনকারী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন ওসমান হাদি। তাঁর এই অকাল প্রয়াণে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকাতুর হৃদয়ে আজ তাঁকে শেষ বিদায় জানাল জাতি।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment