সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সমাপনী বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীকে এই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি দেশবাসীকে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে তাদের পদত্যাগের দাবি তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই কর্মসূচি শেষ হয়। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা শেষে কয়েক হাজার মানুষ শাহবাগে জমায়েত হন। সমাবেশের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ সহ বিভিন্ন বিপ্লবী স্লোগান দেন।
আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে এবং ওসমান হাদির শুরু করা লড়াইকে স্তিমিত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, “আলাপ শুরুই হবে খুনিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে। এর আগে কোনো আপস নেই।” সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
বিক্ষোভকারীরা জানান, আগামীকালের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নিলে আবারও রাজপথে অবস্থান নেবেন তারা। সন্ধ্যা ছয়টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment