ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতের বড় ভাই সোহেল রানা (৪০) খুন হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার বেতাই পূর্বপাড়ার মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল বেতাই গ্রামের সফিউদ্দিন মন্ডলের ছেলে ও গান্না ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি ছিলেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহতের ছোট ভাই জুয়েল মন্ডল (৩৫) দীর্ঘদিন সৌদি আবর ছিলেন। বিদেশে থাকা অবস্থায় সব টাকা বড় ভাই সোহেল রানার কাছে পাঠাতেন। সম্প্রতি সে বাড়িতে এসে টাকার হিসাব চায় বড় ভাইয়ের কাছে। কিন্তু হিসাব না দিয়ে বড় ভাই বিভিন্ন তালবাহানা শুরু করে। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই ভায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই এক পর্যায়ে রবিবার বিকালে জুয়েল বাড়ি থেকে ধারালো বটি নিয়ে গিয়ে বড় ভাইকে কোপাতে থাকে। এক পর্যায়ে তার বড় ভাই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। খবর পেয়ে বেতাই ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার তদন্ত (ওসি) কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বড় ভাই মারা গেলে ছোট ভাই আহত অবস্থায় পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
No comments:
Post a Comment