জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম দলটির বর্তমান রাজনৈতিক সিদ্ধান্ত ও জোট প্রক্রিয়ার ওপর অনাস্থা জানিয়ে নির্বাচনকালীন সময়ের জন্য দলের সকল কার্যক্রম থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম উল্লেখ করেন যে, এনসিপি তার জন্মলগ্নে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার যে স্বপ্ন দেখিয়েছিল, বর্তমানে দলটির নীতিনির্ধারকেরা সেই মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। বিশেষ করে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে অংশগ্রহণকে তিনি দলীয় আদর্শের পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন।
পোস্টের উল্লেখযোগ্য দিকসমূহ
তিনি লিখেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা বারবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে জোট গঠন করে তৃণমূলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ‘প্রবঞ্চনা’ করা হয়েছে। তাঁর মতে, জামায়াতের সঙ্গে এই আসন সমঝোতা এনসিপির মূল দর্শনের সাথে সাংঘর্ষিক।
নুসরাত তাবাসসুম আরও জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে তিনি নির্বাচন করার প্রস্তুতি নিলেও বর্তমান পরিস্থিতিতে তিনি পার্টির সকল কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকবেন। পরিস্থিতি পুনর্বিবেচনা করে পরবর্তীতে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য যে, এর আগে একই কারণে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নিয়ে দলটির ভেতরে তীব্র অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে, যা নির্বাচনের আগমুহূর্তে এনসিপিকে এক বড় ধরনের সংকটের মুখে ফেলেছে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment