বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ব্যবসায়ী সমাজ গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ। তিনি ছিলেন দেশমাতৃকার সাহসী কণ্ঠ এবং আপসহীন জননী। তার প্রতি সম্মান প্রদর্শন করতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশের সকল দোকান ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্তভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, “আমরা এই মহীয়সী নেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।” একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি।
উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ইতিমধ্যেই সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment