জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় রাতের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় থেকে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই সঙ্গে হাদি হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার রাতে শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা রাস্তার চারদিকে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগানে এলাকা মুখরিত করে রাখেন। অনেক আন্দোলনকারীকে রাস্তার ওপর কম্বল গায়ে জড়িয়ে বসে থাকতে দেখা গেছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, উপদেষ্টাদের আশ্বাসে তারা সন্তুষ্ট নন। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থা (যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড) যুক্ত করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে একজন আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপদেষ্টারা শুধু সময় নিচ্ছেন, কিন্তু আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনতে পারছেন না। এটি তাদের চরম ব্যর্থতা।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তাঁর মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চ বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।
শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই শাহবাগ অবরোধ কর্মসূচি শনিবার সকালে তারেক রহমানের আগমনের কারণে সাময়িকভাবে শিথিল করা হলেও দুপুর থেকে তা পুনরায় পূর্ণ শক্তিতে শুরু হয়। শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
সূত্র : আমার সংবাদ
No comments:
Post a Comment