বুধবারই ঘোষণা হতে পারে তফসিল; বিটিভি ও বেতারকে চিঠি পাঠিয়েছে ইসি - Future Press 24

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Monday, December 8, 2025

বুধবারই ঘোষণা হতে পারে তফসিল; বিটিভি ও বেতারকে চিঠি পাঠিয়েছে ইসি


 আগামী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।”

তবে সিইসির এই রেকর্ডকৃত বক্তব্য বুধবারই প্রচার হবে কি-না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি।

ইসি জানিয়েছে, ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। (খবর বিবিসির)।

নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকে নির্বাচন কমিশন।

প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন। ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, আগামী বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সূত্র : বিডি প্রতিদিন


No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved