ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি এবার আইপিএল নয়, খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে আয়োজিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন না করায় নিশ্চিত হয়েছে তার সরে দাঁড়ানো। এর আগে একই পথ বেছে নিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। তবে আইপিএল থেকে সরে দাঁড়ালেও পিএসএলে যোগ দিচ্ছেন কি না, এ বিষয়ে এখনো কিছু জানাননি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
সর্বশেষ আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও মিনি নিলামের আগে মঈনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের পরিবর্তে পিএসএলে খেলার সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি লিখেছেন, ‘পাকিস্তানে খেলতে সব সময় দারুণ লাগে। এখানের ক্রিকেটের মান খুব ভালো। সমর্থকদের আবেগ আরও ভালো খেলে উদ্বুদ্ধ করে। ইনশাল্লাহ, আরেকটা দারুণ অভিজ্ঞতার জন্য তৈরি।’
এর আগে ২০২০ ও ২০২১ মৌসুমে মুলতান সুলতান্সের জার্সি গায়ে খেলেছিলেন তিনি।
ডু’প্লেসি আইপিএল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বলেন,‘আইপিএলে ১৪ মৌসুম খেলার পর এবারের নিলামে নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি বিশাল সিদ্ধান্ত। এই লিগে খেলে দারুণ সব সতীর্থ, ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি।’
প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয় আইপিএল ও পিএসএল। ফলে দুই লিগেই অংশ নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে ক্রিকেটারদের জন্য। তাছাড়া অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকায় আইপিএল সাধারণত পছন্দের তারকাদের নিজের দলে টেনে নেয়। তবে এবার আইপিএলে দল না পাওয়ার আশঙ্কা কিংবা সুযোগ কমে যাওয়ার সম্ভাবনা অনেক ক্রিকেটারকে পিএসএলে আকৃষ্ট করছে বলে মনে করা হচ্ছে।
🅒 বিডি প্রতিদিন
No comments:
Post a Comment